রাজধানীতে পুকুর থেকে অজ্ঞাত কিশোরের ভাসমান লাশ উদ্ধার
১২ জুলাই ২০২৪ ২১:১০ | আপডেট: ১২ জুলাই ২০২৪ ২১:২৫
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (১৭) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ি কাঠেরপুল মাতুয়াইল ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, বিকেলে স্থানীয়রা মাদরাসার পুকুরে এক কিশোরের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। লাশটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, কিশোরের বয়স আনুমানিক ১৭ বছর হবে। তার পরনে একটি কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে, দু-একদিন আগে মারা গেছেন ওই কিশোর। কিশোরের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মারা গেছেন তা জানার চেষ্টা চলছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ