Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান সরকারি মহিলা কলেজে নির্মিত হচ্ছে একাডেমিক ভবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৪ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবান সরকারি মহিলা কলেজের ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং। শুক্রবার (১২ জুলাই) সকালে উদ্বোধন করা এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৭ কোটি ৪৭ লাখ টাকা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে সমতলেরমত পার্বত্য এলাকার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে এবং আগামীতে হবে। আওয়ামী লীগ সরকারের কারণে দেশের জনগণ আজ শান্তিতে বসবাস করছে।’

বিজ্ঞাপন

এসময় বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ রেয়াজুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক জান্নাতুল মাওয়া, সহকারী অধ্যাপক বকতিয়া উদ্দিন, বান্দরবান পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদফতর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো