খুলনায় ভারী বর্ষণে তলিয়ে গেছে সড়ক
১২ জুলাই ২০২৪ ১৭:৫০ | আপডেট: ১২ জুলাই ২০২৪ ২১:১০
খুলনা: ভারী বর্ষণ তলিয়ে গেছে খুলনার অধিকাংশ সড়ক ও নিম্ন এলাকা। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে বৃষ্টির পানি ঢুকে গেছে বাসা-বাড়িতে।
শুক্রবার (১১ জুলাই) সকালের বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরপর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকালে ভারী বর্ষণে দুর্ভোগে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ।
বৃষ্টিতে খুলনা নগরীর খালিশপুর মুজগুন্ন, টুটপাড়া জোড়া কল বাজার, মহির বাড়ির খালপাড়, রূপসা ঘাট, নতুন বাজার, বাস্তুহারা কলোনী, হাউজিং এলাকা, ফুলবাড়ী গেট, রেলিগেট, মহেশ্বরপাশা, দৌলতপুর, নতুন রাস্তার মোড়, আলমনগর, নেভি চেকপোস্ট, রায়েরমহল, বয়রা বাজার, গল্লামারি, ময়লাপোতা, রয়েল মোড় বৃষ্টির পানিতে ডুবে গেছে।
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, শুক্রবার সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাবাংলা/এনইউ