Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ভবঘুরে নারীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ২১:৩৯

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতাল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক ভবঘুরে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে হাসপাতালের প্রধান ফটক থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালের প্রধান ফটক থেকে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডি পুলিশ ওই নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করে। আঙ্গুলের ছাপে প্রাথমিকভাবে জানা গেছে, মৃত নারীর নাম নাজমা খাতুন, বাবার নাম আব্দুল হামিদ। তবে তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি জানান, দুপুরে ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি।

সারাবাংলা/একে

ঠাকুরগাঁও ভবঘুরে নারী লাশ উদ্ধার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর