Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগ, পদ খোয়ালেন ছাত্রলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ১৯:১৮ | আপডেট: ১২ জুলাই ২০২৪ ০০:৪২

রাঙ্গামাটি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননীকে ‘অপহরণের’ ঘটনায় পদ খোয়ালেন এক ছাত্রলীগ নেতা। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. জুবাইদ হোসেন জাবেদ (২৫) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের নীতি-আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী ও অসামাজিককাজে জড়িত থাকার অভিযোগে ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলা শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের নীতি-আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী ও অসামাজিক কার্যালাপে জড়িত থাকায় ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবায়েদ হোসেন জাবেদকে সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। এছাড়া জাবেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় উপজেলা ছাত্রলীগ।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম সুমন জানান, ‘আমরা তার কার্যকলাপ সম্পর্কে অবগত হওয়ার পর দ্রুত ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগ করি এবং জরুরি বৈঠকের মাধ্যমে জুবায়েদ হোসেন জাবেদকে সব দলীয় পদ থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।’

এর আগে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীকে অপহরণের অভিযোগে গত ৮ জুলাই রাঙ্গুনিয়া থানায় মামলা করেন ওই প্রবাসী।

সারাবাংলা/এনইউ

উপজেলা কাপ্তাই ছাত্রলীগ টপ নিউজ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর