Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ টাকার প্রকল্পে পাঁচ টাকা ঘুষ দেওয়া চলবে না: পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৪ ১৪:১০ | আপডেট: ১০ জুলাই ২০২৪ ১৬:৩৪

ঢাকা: পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, ‘১০ টাকার প্রকল্পে ৩ ও ৫ টাকা ঘুষ দিয়ে বাকি ৫ টাকা দিয়ে কাজ করা চলবে না। প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে একে-ওকে কমিশন দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। এটা আপনাদের চোখে ধরা পড়তে হবে। এ বিষয়ে কর্মকর্তাদের কঠোর থাকতে হবে।’

বুধবার (১০ জুলাই) বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ক্রয় কর্তৃপক্ষের (বিপিপিএ) সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন মন্ত্রী। এসময় তিনি যেকোনো অনিয়ম দূর করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রকল্প শেষ করাটা গুরুত্বপূর্ণ, কথায় কথায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হচ্ছে। প্রায় ১ হাজার ৪০০ এর মতো প্রকল্প চলছে। এগুলো যদি সঠিকভাবে না বাস্তবায়ন হয় তাহলে তো কষ্টার্জিত অর্থ কাজে লাগবে না।‘

তিনি আরও বলেন, ‘আপনাদের (কর্মকর্তাদের) মূল্যায়ন সঠিকভাবে হতে হবে। আগে জেনে তারপর মূল্যায়ন করতে যাবেন। আমাদের বৈদেশিক ঋণের উপর নির্ভরতা কমাতে হবে। এখন এডিপির ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা সরকারি তহবিলের আর বাকি ১ লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ আছে। দিন দিন সেটিও কমিয়ে আনতে হবে। আপনাদের সহায়তা পেলে সম্পদের সঠিক ব্যবহার করা যাবে। যদিও আইএমইডির জনবল সংকট আছে। অনেক সমস্যাও আছে। এরপরও দায়িত্ব পালন থেকে পিছপা হলে চলবে না। সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

মতবিনিময়ের সময় আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এবং বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) শোহেলার রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/এমও

ঘুষ টপ নিউজ পরিকল্পনামন্ত্রী প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর