Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্নফাঁস: আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যহতি

ঢাবি করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ০০:৫১ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ১২:০৭

সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পদ থেকে অব্যহতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সিয়াম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার আবেদ আলীর ছেলে।

সোমবার (৮ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীমের সই করা এক বিজ্ঞপ্তিতে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয় সিয়ামকে। বিজ্ঞপ্তিটি রিয়াজ ও সাগর দুজনেই নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, পিএসসি কর্মকর্তাসহ গ্রেফতার ১৭

ছাত্রলীগের এই ইউনিটটির শীর্ষ এই দুই নেতার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীন বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার ছেলে সিয়ামসহ ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/আরআইআর/টিআর

আবেদ আলী টপ নিউজ পিএসসির গাড়িচালক প্রশ্নপত্র ফাঁস সৈয়দ সোহানুর রহমান সিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর