ইউক্রেনের শিশু হাসপাতালেও হামলা, প্রতিশোধ নেবেন জেলেনস্কি
৯ জুলাই ২০২৪ ০০:৪১ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ১২:০৬
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন ইউক্রেনে। দেশটির বিভিন্ন শহরে দিনদুপুরে চালানো হয় এসব হামলা। এর মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালেও আঘাত করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র।
রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার (৮ জুলাই) স্থানীয় সময় দুপুরে রাশিয়া এই হামলা চালিয়েছে। গত কয়েক মাসের মধ্যেই এটিই সবচেয়ে বড় প্রাণঘাতি হামলা ইউক্রেনে। এ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছেন।
দীর্ঘ দিন ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চললেও হাসপাতাল, বিশেষ করে শিশু হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনাগুলোতে সাধারণত হামলা চালানো হয় না। এর ব্যত্যয় ঘটানো হয়েছে সোমবার। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়েছে কিয়েভের শিশু হাসপাতালটি। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের কোলে নিয়ে দিগ্বিদিক ছুটতে দেখা গেছে অভিভাবকদের। হামলায় হাসপাতালের দরজা-জানালার সব কাঁচও ভেঙে গেছে। কিয়েভের বাসিন্দাদের হাসপাতালে জড়ো হওয়া ধ্বংসস্তূপ পরিষ্কার করতে দেখা গেছে।
ভিতলানা ক্রাভশেঙ্কো নামে ৩৩ বছর বয়সী এক নারী সন্তানের চিকিৎসার জন্য ছিলেন ওই হাসপাতালে। তিনি রয়টার্সকে বলেন, এই হামলা ছিল ভীষণ ভীতিজনক। আমার মনে হচ্ছিল আমার দম আটকে আসছে। কোনোমতে আমি শুধু আমার সন্তানকে রক্ষা করার চেষ্টা করছিলাম। আমি কাপড় দিয়ে ওকে (সন্তান) ঢেকে রাখার চেষ্টা করেছি, যেন ও নিঃশ্বাস নিতে পারে।
ইউক্রেনের প্রতিরক্ষা দফতর জানিয়েছে, এটি অন্যতম ভয়াবহ হামলা, যেটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করেছে। হামলার সময় রাশিয়ার ৩৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩০টি ভূপাতিত করতে পারলেও বাকি আটটি ক্ষেপণাস্ত্র ঠিকই লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, রাশিয়ার এই হামলায় আবাসিকসহ অন্তত ৫০টি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি ব্যবসায়িক কেন্দ্র ও দুটি চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ক্রিভ রিহ ও দানিপ্রোসহ দুটি পূর্বাঞ্চলীয় শহরেও।
এ হামলায় কিয়েভ শহরে দুটি শিশুসহ অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৮২ জন। অন্যদিকে দানিপ্রোপেট্রোভস্ক এলাকায় নিহত হয়েছেন ১১ জন, আহত হয়েছেন আরও ৬৪ জন। আর পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে নিহত হয়েছেন আরও তিনজন।
প্রতিশোধের প্রত্যয় জেলেনস্কির
কিয়েভসহ বিভিন্ন শহরে যখন রাশিয়া এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ঠিক সেই সময় পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে পোল্যান্ডের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে সই করেন তিনি।
সেখানেই এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, সোমবারের হামলার কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান মিত্রদের প্রতি। বলেন, আমি আমাদের অংশীদারদের কাছ থেকে আরও দৃঢ় প্রতিক্রিয়া চাই। রাশিয়া আমাদের জনগণ, আমাদের ভূমি, আমাদের শিশুদের ওপর আবারও যে আঘাত করেছে তার আরও দৃঢ় জবাব চাই। আমরা নিশ্চিতভাবে প্রতিশোধ নেব, রাশিয়াকে কঠোর জবাব দেওয়া হবে।
মিত্রদের কাছে আরও সহায়তা কামনা করে জেলেনস্কি বলেন, রাশিয়ার যেসব স্থান থেকে আক্রমণ চালানো হচ্ছে, সেসব জায়গায় মিত্রদের সরবরাহ করা অস্ত্র দিয়ে আঘাত করতে চায় কিয়েভ। আমরা আমাদের অংশীদারদের কাছ থেকে এমন সিদ্ধান্ত পেতে সত্যিই আগ্রহী। না হলে তারা হয়তো আবারও এমন আক্রমণ দেখতে চান।
সারাবাংলা/টিআর
ইউক্রেনে হামলা ক্ষেপণাস্ত্র হামলা টপ নিউজ ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলা হাসপাতালে হামলা