Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় রাত ৮টার পর দোকান খোলা রাখা যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৪ ১৭:১২ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ০০:০০

খুলনা: খুলনায় রাত ৮টার পর কোনো দোকান খোলা রাখা যাবে না। একইসঙ্গে দোকান, বাণিজ্য বা শিল্পপ্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড় দিন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৪ (১) এর বিধান মোতাবেক সংশ্লিষ্ট প্রত্যেক দোকান বা বাণিজ্য বা শিল্পপ্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড়দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া ধারা ১১৪(৩) এর বিধান মোতাবেক কোনো দোকান রাত ৮টার পর খোলা রাখা যাবে না।

খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক শান্তাজ বিল্লাহ বলেন, ‘আইন অনুযায়ী এ কার্যক্রম চলবে। আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/একে

খুলনা টপ নিউজ দোকানপাট শ্রম আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর