Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ভটভটি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৪ ১৬:২২

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৮ জুলাই) দুপুরে নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) একই উপজেলার বনগাঁ পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা দুপুরের দিকে ভটভটিতে করে গরু কিনতে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নওগাঁ ব্যবসায়ী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর