ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের মৃত্যু
৮ জুলাই ২০২৪ ১৩:৫৩ | আপডেট: ৮ জুলাই ২০২৪ ১৬:৪০
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলায়েজি দ্বীপে একটি অবৈধ সোনার খনির কাছে ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এ ঘটনায় কমপক্ষে ১৯ জনেরও বেশি নিখোঁজ আছেন।
সোমবার (৮ জুলাই) দেশটির এক কর্মকর্তা এ কথা জানান, শনিবার স্থানীয় দেশটির সময় এ ঘটনা ঘটে।
প্রবল বৃষ্টিপাতের পর শনিবার গভীর রাতে গোরোন্তালো প্রদেশের বোন বোলাঙ্গো জেলার একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসে ১২ জন প্রাণ হারায় এবং বেশকিছু মানুষ নিখোঁজ হয়।
স্থানীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান হেরিয়ান্তো বলেছেন, মারা যাওয়া ১২ জনের মধ্যে আটজনের মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে। তবে চারজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ছাড়া এ ঘটনায় এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে ভূমিধসে কয়েকটি সেতু ধসে পড়ায় উদ্ধারকারী দলকে পায়ে হেঁটে দুর্যোগপ্রবণ এলাকায় যেতে হচ্ছে।
উদ্ধারকারী দলে পুলিশ ও সেনাসদস্যসহ ১৮০ জন কাজ করছে।
সারাবাংলা/ইআ