ব্যবসায়ীকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
৮ জুলাই ২০২৪ ১৩:২৬
ঢাকা: রাজধানীর মিরপুর-১ থেকে আবু সোলাইমান মো. সোহেল নামে এক ব্যবসায়ীকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে পরিবার। তুলে নেওয়ার দৃশ্য ওই বাসার সিসিটিভি ফুটেজেও পাওয়া গেছে।
গতকাল রোববার সকাল আনুমানিক ৮টার দিকে ওই ব্যবসায়ীকে তুলে নেওয়ার পর ২৪ ঘণ্টা পার হলেও এখনও কোনো খোঁজ মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কাউকে তুলে নিয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে তোলার বিধান রয়েছে আইনে।
সোমবার (৮ জুলাই) নিখোঁজ সোহেলের বড় ভাই খালেদ সারাবাংলাকে জানান, নিখোঁজ আবু সোলাইমান মো. সোহেল মিরপুর-১ এর একজন ব্যবসায়ী। তিনি মিরপুর ক্লাবের একজন সদস্য এবং মিরপুর ক্লাব বিল্ডার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর। স্ত্রী সন্তানদের নিয়ে সে মিরপুর-২ এ-ব্লকের ২নং সড়কের ১/১ বাসায় থাকেন। তবে তুলে নেওয়ার সময় বাসায় তিনি একাই ছিলেন। পরিবারের অন্য সদস্যরা কুমিল্লায় গ্রামের বাড়িতে ছিলেন। তারা সোহেলের সন্ধান চেয়েছেন। ডিবি পুলিশ, থানা পুলিশ এমনকি সিআইডিতেও খোঁজ নিয়ে সোহেলের সন্ধান পাননি তারা।
গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার সারাবাংলাকে বলেন, ‘ডিবি পুলিশ এরকম কাউকে আটক করেনি। আমাদের কোনো টিমও অভিযানে যায়নি। অন্য কোনো টিম করেছে, সে রকম তথ্য জানা নেই।’
সারাবাংলা/ইউজে/এমও