Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় ১৮ জেলার ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ১৪:৪২ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ১৪:৫৮

ঘরবাড়ি, পথঘাট সবই তলিয়ে গেছে। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: উজান আর পাহাড়ি ঢলের সঙ্গে বৃষ্টিতে দেশের ১৮টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এতে ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, দেশে দুর্ভোগের শিকার হয়ে একটি মানুষও মানবেতর জীবন যাপন করবেন না।

রোববার (৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এমন তথ্য দেন মহিববুর রহমান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় সহায়তার জন্য এ পর্যন্ত ১৮ জেলায় ২১ হাজার ৭০০ মেট্রিক টন চাল, নগদ পাঁচ কোটি ৪৭ লাখ টাকা, ৬৫ হাজার ৫০০ প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার, গো-খাদ্য বাবদ ৪০ লাখ টাকা এবং শিশু খাদ্যের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

‘সিলেট-৩, সুনামগঞ্জ-১ ও মৌলভীবাজার-২ সংসদীয় আসনে আড়াই হাজার প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে নিজের তৎপরতার বিবরণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, শনিবার বন্ধের দিনেও আমরা অফিস খোলা রেখেছি এবং কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছি। এছাড়াও বন্যাদুর্গত জেলা সমূহের জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে এখানকার খোঁজখবর নিয়েছি।

এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট এলাকায় প্রথম দফা বন্যার সময় আমি সেখানে পরিদর্শন করতে গিয়েছি।

তিনি বলেন, ‘বন্যাদুর্গতদের আশ্রয়ের জন্য প্রায় তিন হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৪০ হাজার লোক আশ্রয় নিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যার্তদের চিকিৎসার জন্য ৬১৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আজ আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি। আমরা ত্রাণ কার্যক্রম সচ্ছতার সাথে চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে একটি মানুষও দুর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করবেন না। মানুষের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে বরাদ্দের পরিমান বাড়ানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী পাহাড়ি ঢল বন্যায় ক্ষতিগ্রস্ত ভারী বর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর