Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্মনিরপেক্ষ মানবিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যুদ্ধ করেছিলাম’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ২৩:৫১

খুলনা: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশে আমরা একটি ধর্ম নিরপেক্ষ মানবিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধুর আহবানে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করেছিলাম। যেখানে থাকবে না মানুষে মানুষে কোন ভেদাভেদ।’

শনিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ইউনাইটেড ক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (হীরক জয়ন্তী) উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গণপূর্তমন্ত্রী বলেন, ‘একটি শ্রেণি আছে যারা ধর্ম এবং বর্ণ নিয়ে বৈষম্য সৃষ্টি করতে চায়। তারা ভেদাভেদ সৃষ্টি করতে চায়। কিন্তু ধর্ম যার যার, রাষ্ট্র হবে সকলের। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।’

অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির মধ্য দিয়ে এদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সেই বৈষম্যকে দূর করতে বঙ্গবন্ধু ৬দফা দিয়েছিলেন। ৭ জুন শেখ মুজিবুর রহমানের ৬ দফাকে সমর্থন জানিয়ে সারা দেশ আন্দোলনে নেমেছিলো। সে আন্দোলনেও আওয়ামী লীগ বিজয় অর্জন করেছিলো। শত প্রতিকূলতা পেরিয়ে আওয়ামী লীগ আজ ৭৬ বছরে পদার্পণ করেছে।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকাদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

বিজ্ঞাপন

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক রুনু ইকবার বিথার। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুসহ ৩৬টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

ধর্মনিরপেক্ষ মানবিক রাষ্ট্র র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর