ব্রিটেনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টিকে বিএনপির অভিনন্দন
৬ জুলাই ২০২৪ ১৪:৪০ | আপডেট: ৬ জুলাই ২০২৪ ১৭:২৭
ঢাকা: ব্রিটেনের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।
শনিবার (৬ জুলাই) দুপুরে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই অভিনন্দনের কথা জানান।
তিনি বলেন, ‘আপনারা ভালো করেই জানেন, যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনে লেবার পার্টি একটা ল্যান্ডসাইড ভিক্টরি পেয়েছে। লেবার পার্টির প্রধান যিনি স্যার কিয়ার স্টারমার তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টুইটারের মাধ্যমে তাকে কনগ্রেচুলেট করেছেন। আমি দলের পক্ষ থেকে আবার রিপিট করতে চাই যে, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি।’
বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যুক্তরাজ্যের যে ঐতিহ্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা, তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে সমস্ত দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, গণতন্ত্রের ডেফোজিট রয়েছে সেগুলোতে তাদের যে প্রভাব সেই প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন। একই সঙ্গে এটিও আশা করব, ব্রিটেনের অর্থনীতি-রাজনীতির সমস্যাগুলোর সমধানে তিনি দিতে পারবেন।’
এছাড়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকেও দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমি আশা কবর, ইরান তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে।’
সারাবাংলা/এজেড/একে
টপ নিউজ বিএনপি ব্রিটেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেবার পার্টি