Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরিন ড্রাইভে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
৫ জুলাই ২০২৪ ১২:৪৭ | আপডেট: ৫ জুলাই ২০২৪ ১২:৫০

কক্সবাজার: কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে সংলগ্ন বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

নিহত মনির আলম (৫০) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে সমীর রঞ্জন সাহা বলেন, ‘কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বেশ কিছু বন্যহাতির বিচরণ রয়েছে। ওই হাতিগুলো মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। শুক্রবার ভোরের আগে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন স্থানীয় বনবিভাগকে অবহিত করে।’

বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হাতিকে তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/একে

কক্সবাজার বন্য প্রাণী যুবকের মৃত্যু হাতি হাতির আক্রমণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর