Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
৫ জুলাই ২০২৪ ১২:১৭ | আপডেট: ৫ জুলাই ২০২৪ ১৭:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে মো. রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পলাশবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া।

শুক্রবার (৫ জুলাই) ভোর রাতে উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারে গরু আন্ততে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত রাজু (২৫) বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালি ফতেহপুর মালদাইয়া পাড়া গ্রামের মো. হাবিবুর রহমান হবির ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শুক্রবার ভোর রাতে ৮-১০ জনের একটি দল নাগরভিটা সীমান্তে ভারতের ১৫২ বা তিনগাঁও মেইন পিলারের ৩৭৬/৫ কাছে গরু আনতে যান। এ সময় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি এখনো নিশ্চিত হতে পারেনি নিহত ওই যুবক কোন দেশের নাগরিক। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। মিটিংয়ে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

সারাবাংলা/একে