Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিগত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল ৫ বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৪ ০০:৫৫ | আপডেট: ৫ জুলাই ২০২৪ ০৯:১৩

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সারাবাংলা

পাবনা: পাবনার ঈশ্বরদীতে এক ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগলে ওই গাড়িতে ধাকা পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কে দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সাতজনই ছিলেন ওই ব্যক্তিগত গাড়িতে। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন ঈশ্বরদী উপজেলার কালিকাপুর আজিমপুর গ্রামের। তারা হলেন— আনোয়ার হোসেনের ছেলে বিজয় হোসেন, রেজাউল করিমের ছেলে জিহাদ হোসেন ও ইলিয়াস হোসেনের ছেলে সিয়াম হোসেন। বাকি দুজন ওয়াজ উদ্দিনের ছেলে শাওন হোসেন ও মাসুম হোসেনের ছেলে শিশির ইসলাম ভারইমারি গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা শহরের দিকে যাওয়ার পথে দাশুড়িয়া সুগার মিলের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। সেটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেলে দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ সাতজন ছিলেন ওই গাড়িতে।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি চারজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। বাকি দুজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, গাড়িতে চালকসহ যে সাতজন ছিলেন তারা সবাই বন্ধু।

সারাবাংলা/টিআর

টপ নিউজ পাবনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর