এনা পরিবহনের বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
৪ জুলাই ২০২৪ ২৩:৫২
ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আলিফ হাসান (২৫) নামে এক যুবক মারা গেছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সোয়া ৯ টার দিকে বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনে এলিভেটেড এক্সপ্রেসের মুখে এই দুর্ঘটনাটি ঘটে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন শিকদার জানান, বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনে এলিভেটর এক্সপ্রেস এর মুখে বাইক চালিয়ে যাওয়ার সময় এনা পরিবহনের বাসের চাকায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার নাম জানা গেছে আলিফ হাসান। বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়।
এসআই জানান, ধারণা করা হচ্ছে, ওই যুবক পাঠাও চালক। তবে বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
ঘটনার পরপরই যাত্রীবাহী এনা পরিবহনেরর বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সারাবাংলা/এসএসআর/একে