উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৪ ১৯:১০ | আপডেট: ৩ জুলাই ২০২৪ ২১:৩৩
৩ জুলাই ২০২৪ ১৯:১০ | আপডেট: ৩ জুলাই ২০২৪ ২১:৩৩
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর মোহাম্মদ (৩১) নামে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোরে ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ক্যাম্প-এক্সটেনশন-৪ ডি ব্লকের অলি আহমেদের ছেলে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন জানান, রোহিঙ্গা ক্যাম্প এক্সটেনশন-৪ ডি ব্লকে বসবাসরত নূর মোহাম্মদ নামের একজন রোহিঙ্গাকে অজ্ঞাতসন্ত্রাসী জবাই করে হত্যা করে এ ব্লকের পাশে একটি পাহাড়ে রেখে চলে যায়। এঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ টিম সকালে উক্ত স্থানে পৌঁছান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এনইউ