Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলায় জামিন নিয়েই ভুক্তভোগীর বিরুদ্ধে আসামির মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৪ ২৩:০৭ | আপডেট: ৩ জুলাই ২০২৪ ০৯:০২

ঢাকা: ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েই ভুক্তভোগী নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন শাহাদাত।

মঙ্গলবার (২ জুলাই) সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নং ৩১৯/২৪। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এবং দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে কোনো সত্যতা না মেলায় মামলাটি খারিজ করে দেন সাইবার আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল (১ জুলাই) ধর্ষণ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফুয়াদ হোসেন শাহাদাতকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। গত ২৭ জুন তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন একই সংগঠনের সাবেক এক নেত্রী।

ইডেন কলেজের সাবেক ওই ছাত্রীর অভিযোগ, কক্সবাজারে একসঙ্গে ঘুরতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এরপর একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন তিনি।

বাদীর জবানবন্দি গ্রহণ করে এজাহারকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন বিচারক।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আসামির মামলা জামিন টপ নিউজ ধর্ষণ মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর