বৃষ্টিতে ভেসে উঠল লবণ মাঠে চাপা দেওয়া মরদেহ
১ জুলাই ২০২৪ ১৯:৩২ | আপডেট: ১ জুলাই ২০২৪ ২২:৪৪
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে লবণ মাঠে ‘মাটি চাপা দেওয়া’ এক যুবকের মরদেহ বৃষ্টির পানিতে ভেসে উঠেছে। পরে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয়ের মৃতদেহটি উদ্ধার করেছে।
সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বুচিংগ্যা পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
প্রত্যক্ষদর্শীদের ধারণার তথ্য দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত যুবককে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়। কিন্তু গত তিনদিনের মুষলধারে বৃষ্টিতে মাটি সরে গিয়ে মরদেহটি ভেসে ওঠে।
মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘সোমবার দুপুরে লবণের মাঠে আধা মাটি চাপা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কালো রঙের প্যান্ট ও শার্ট রয়েছে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’
ওসি বলেন, ‘পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যার পর মরদেহ মাটির চাপা দেয় দুর্বৃত্তরা। পরে টানা কয়েকদিনের বৃষ্টিতে মাটি সরে গিয়ে মৃতদেহটি ভেসে ওঠে।’
পুলিশ নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানান ওসমান গনি।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/একে