Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
৩০ জুন ২০২৪ ২৩:৪৫

নরসিংদী: তিন মাসের ওভার্টাইম এবং বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টস শ্রমিকরা। বেলা সাড়ে তিনটা থেকে মহাসড়কের শিবপুর উপজেলার কারারদী (বড়ইতলায়) ফ্যাক্টরির সামনেই অবরোধ করে রাখেন তারা। এ সময় সড়কের ওপর কাঠের আসবাপত্র দিয়ে অগ্নিসংযোগও করেন তারা।

শ্রমিকরা দাবী করেন, গত তিন মাস ধরেই ওভারটাইমের বকেয়া পরিশোধ করছে না কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করেন নি। বরং দাবি উঠলেই নানা অজুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হতো। এ সবের প্রতিবাদেই ফুঁসে ওঠে শ্রমিকরা। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আমরা দু-পক্ষের সঙ্গেই আলোচনা করছি।

 

সারাবাংলা/একে

অবরোধ বকেয়া বেতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর