Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে পরীক্ষায় বসার অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ২০:৫৫

চট্টগ্রাম ব্যুরো: উচ্চ আদালতের নির্দেশে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের হস্তক্ষেপে চট্টগ্রামে ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড তাদের সবাইকে প্রবেশপত্র দিয়েছে। ফলে আগামীকাল (রোববার) তারা পরীক্ষায় বসতে পারছেন।

শনিবার (২৯ মে) সন্ধ্যায় সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব নারায়ণ চন্দ্র নাথ।

বিজ্ঞাপন

সচিব নারায়ণ চন্দ্র নাথ সারাবাংলাকে বলেন, ‘১৪৮ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছিলেন। আদালত তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রীও তাদের পরীক্ষায় বসতে প্রবেশপত্র দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা ফরম পূরণের পর আজ (শনিবার) তাদের সবাইকে প্রবেশপত্র দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (২৭ জুন) ১৪৮ শিক্ষার্থীর করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ শিক্ষার্থীদের পরীক্ষায় বসার ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।

নগরীর সদরঘাটের বেসরকারি ইসলামিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বুধবার (২৬ জুন) প্রবেশপত্র দেওয়া হয়। এ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ২ হাজার ২৭১ জন। এদের মধ্যে ১৪৮ শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ না করায় তাদের প্রবেশপত্র দেওয়া থেকে বিরত থাকে কলেজ কর্তৃপক্ষ। বঞ্চিত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ এবং চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে ধর্ণা দিয়ে বিফল হন। এরপর তারা হাইকোর্টের দ্বারস্থ হন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ ছিল, টাকা কমানোর সুযোগ নিতে ছাত্রলীগ নেতাদের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে গিয়ে তারা বিপাকে পড়েন। ছাত্রলীগ নেতারা ফি বাবদ টাকা নিলেও সেটা আর কলেজে জমা দেননি। ফলে তাদের পরীক্ষার ফরম পূরণও হয়নি।

উল্লেখ্য, আগামীকাল ৩০ জুন (রোববার) সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সারাবাংলা/আইসি/পিটিএম

অনুমতি ইসলামিয়া কলেজ টপ নিউজ পরীক্ষা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর