Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতিবিরোধী আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ২১:৪৮

সংসদ ভবন থেকে: দুর্নীতিবিরোধী আইন আছে, সেই আইন দ্রুত শক্তভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ মান্নান। এ সময় তিনি গণচীনের দৃষ্টান্ত তুলে ধরে দুর্নীতির বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে বলেছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

এম এ মান্নান বলেন, ‘সরকারি ব্যয়ের মিতব্যায়িতা দেখাবার ও অনুশীলন করার প্রয়োজন আছে। আমাদের আমলাতন্ত্র বিশাল। এই আমলাতন্ত্রের পরতে পরতে নানা ব্যয় আছে। তার অনেকগুলো প্রশ্নবিদ্ধ। আমিও ওখানে ছিলাম। আমি সেজন্য গাড়ি, বসার জায়গা, বসবাস, বিদেশ ভ্রমণ, সভা-সমিতি, সম্মানি এসব ক্ষেত্রে মিতব্যায়িতা অনুশীলনের আহ্বান জানাব। আরেকটা দিক প্রায়ই দেখা যায় আমাদের এখানে; সেটা জৌলুস ও অপচয়। আমি সেদিকেও সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করব।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক কয়েকটি উদাহরণ আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। আমি নিজেও আমলাতন্ত্রে ছিলাম, আমার অপরাধ বোধ আছে। কিছু ব্যক্তি যে আর্থিক ক্ষতি করেছে সেটা হয়তো আমরা পুষিয়ে নিতে পারব, কিন্তু নৈতিকভাবে তারা যে ক্ষতি করেছেন দেশের ও আমলাতন্ত্রের- তা যেকোনো সংবেদনশীল সমাজের জন্য অত্যন্ত চিন্তার ও শঙ্কার বিষয়।’

সাবেক পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলব, নতুন ডাক্তার গ্রামে যেতে চায় না- এটা বহু পুরোনো ইস্যু। যখন তারা বিসিএস দিয়ে যোগদান করবে তখন অন্তত দুই বছর বাধ্যতামূলক গ্রামে চাকরির বিধান করা প্রয়োজন। তা না হলে তাদের বিসিএস’র মাধ্যমে চাকরি দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

এম এ মান্নান টপ নিউজ দুর্নীতিবিরোধী আইন