সাংবাদিক হুমায়ুন কবির বালুর ২০তম মৃত্যুবার্ষিকী আজ
২৭ জুন ২০২৪ ১৭:১১ | আপডেট: ২৭ জুন ২০২৪ ১৮:২৬
খুলনা: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ূন কবীর বালু’র ২০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৭ জুন)।
দিবসটি উপলক্ষে খুলনার সাংবাদিকদের পক্ষ থেকে রয়েছে নানা আয়োজন। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ। এরপর হুমায়ুন কবির বালু মিলনায়তনে থাকছে আলোচনা সভা ও দোয়া। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অপরদিকে খুলনা সাংবাদিক সুরক্ষা মঞ্চ নগরীর সাত রাস্তায় অবস্থিত বিএমএ ভবনের সামনে প্রধান সড়কে (মিলন চত্বরে) হুমায়ুন কবির বালু’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, ২০০৪ সালের এ দিনে হুমায়ূন কবীর বালু নিজের কর্মস্থল দৈনিক জন্মভূমির প্রধান ফটকে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।
সারাবাংলা/একে