Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে আহত আ.লীগ নেতাসহ ৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ২২:৪৩ | আপডেট: ২৭ জুন ২০২৪ ০২:৪৫

ঢাকা: রাজধানীর কদমতলীর জুরাইনে চাঁদাবাজিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা সহ চারজন আহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন বউবাজার পারভীন ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম (৪০), সাংগঠনিক সম্পাদক তানসেন মাতবর (৪০), জাহাঙ্গীর আলম মিন্টু (৪৮) ও মো. তুষার (৩০)।

আহতরা জানান, তারা স্থানীয় সংসদ সদস্য আওলাদ হোসেনের সমর্থক। কয়েকদিন ধরে এলাকার মাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছেন সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা আবু হোসেন বাবলার সমর্থকরা। বাধা দিলেও তারা শুনছেন না। বুধবারও বাধা দিতে গেলে জুরাইন বউবাজার এলাকায় তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। স্থানীয় যুবলীগ নেতা সোহেল, বাতেন, শামীম, সেলিমসহ কয়েকজন এই হামলায় জড়িত বলে অভিযোগ করেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, জুরাইন থেকে ছুরিকাঘাতে আহত চারজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে তানসেনের পিঠে কয়েকটি, জসিমের পেটের বাম পাশে একটি ও বাকি দুজনের শরীরের কয়েক জায়গায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, জুরাইন বউবাজার এলাকায় একটি মারামারির সংবাদ পাওয়া গেছে। সেখানে পুলিশ গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসআর/টিআর

চাঁদাবাজি ছুরিকাঘাত জুরাইন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর