Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপাড়ায় কালভার্টের দাবিতে এক মঞ্চে আ.লীগ-বিএনপি-জাপা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ১৮:৫৯ | আপডেট: ২৬ জুন ২০২৪ ২১:৫২

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতারা একযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ নম্বর ওয়ার্ডের জিয়া সরণিতে কালভার্ট নির্মাণের দাবি জানান। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় জিয়া সরণিতে কালভার্ট নির্মাণের দাবিতে এক হয়েছেন দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতারা।

বুধবার (২৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন আয়োজন করে দল তিনটির নেতারা কালভার্ট নির্মাণের জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রেহেনা আক্তার আশা, নবাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য সালেহা আক্তার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহদফতর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আফসানা ইয়াসমিন, জাতীয় ছাত্রসমাজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জুবায়ের আহমেদ, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা এবং ছাত্রলীগের উপতথ্য ও গবেষণা সম্পাদক মো. নুর আল আমিন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, তিন দলের তরুণ নেতারা গত মে মাস থেকে জিয়া সরণিতে কালভার্ট নির্মাণের পক্ষে কাজ করে আসছেন, যেটি ৬১ নম্বর ওয়ার্ডবাসীদের দীর্ঘ দিনের দাবি। তারা পারস্পরিক ও নিজ নিজ দলের স্থানীয় নেতাদের সহায়তায় নোয়াপাড়ার বাসিন্দাদের সঙ্গে কালভার্ট নির্মাণের বিষয়ে বিভিন্ন স্থানে কথা বলেন এবং সমস্যা সমাধানে স্থানীয়দের কাছ থেকে তিন শতাধিক গণস্বাক্ষর সংগ্রহ করেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, কালভার্ট নির্মাণ শুরুর দাবিতে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি গত ৬ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দেওয়া হয়েছে। কাউন্সিলর মো. জুম্মন মিয়া আবেদনটি গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউন্সিলর মো. জুম্মন মিয়া নেতাদের নিয়ে কালভার্ট নির্মাণের জন্য দাবি করা জায়গা পরিদর্শন করেন। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন। রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ বা জনপ্রতিনিধিদের কারওই কালভার্টটি নির্মাণ নিয়ে দ্বিমত নেই উল্লেখ করে রাজনৈতিক নেতারা সড়কটিতে অবিলম্বে কালভার্ট নির্মাণের দাবি জানান।

সংবাদ সংম্মেলনে বলা হয়, নয়াপাড়া ৬১ নম্বর ওয়ার্ডে প্রতিদিন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থীকে যাতায়াত করতে হয় যেতে হয়। সাধারণ জনগণ ও নগরীর যোগাযোগ ব্যবস্থার জন্য এ কালভার্ট অত্যন্ত প্রয়োজন। এই মোড়সংলগ্ন রাস্তাটি মাত্রাতিরিক্ত যানবাহন চলাচলের জন্য সবসময় ব্যস্ত থাকে। এই মোড়ে পথচারী ও সাধারণ জনগণকে রাস্তা পারাপারের জন্য অনেক ঘুরপথ দিয়ে যেতে হয়। তাই অনেকে দ্রুত রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। মাত্র ৮ ফুট একটি কালভার্টই স্থানীয়দের সব দুর্ভোগ নিরসন করতে পারে।

ইউএসএআইডির অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই তরুণ নেতারা ইয়ং লিডার ফেলোশিপ (ওয়াইএলএফপি) প্রোগ্রামে ২৪তম ব্যাচে অংশ নিয়েছেন। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতা হলেও এই ফেলোশিপ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সমস্যা সমাধানে তারা একসঙ্গে কাজ করেন।

সারাবাংলা/আরএফ/টিআর

ইউএসএআইডি ইয়ং লিডার ফেলোশিপ ওয়াইএলএফপি ডিএসসিসি ডিএসসিসি ৬১ নম্বর ওয়ার্ড নয়াপাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর