Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের দাবি

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ১৪:৩৯

রাজশাহী: শহিদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা ও মহানগরের নেতারা। শহিদ জননীর জাহানারা ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকীতে এ দাবি জানানো হয়।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে আটটায় নগরীর লক্ষীপুর মোড়ে শহিদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর আগে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘শহিদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে স্বাধীনতাবিরোধী অপশক্তি রাজাকার-আলবদর-আলশামসদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল। কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে গণআদালত গঠন করে প্রতীকী বিচার শুরু করেছিলেন। তার আন্দোলনের কারণেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে শহিদ জননীর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামারুজ্জামান, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহানগর সভাপতি আবদুল লতিফ চঞ্চল, জেলা সাধারণ সম্পাদক জোসনা আরা খাতুন, মহানগর সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজীসহ মহানগর, দফতর সম্পাদক ওয়ালিউর শেখ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাহী ইলাহি, যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাফুজ, স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি ইখতিয়ার প্রামাণিক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেনসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জাহানারা ইমাম মৃত্যুবার্ষিকী রাজশাহী

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর