Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ১৭:৫০

গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোলেক্স (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টার দিকে পূবাইল থানাধীন মাজুখান নিমতলী ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রোলেক্স, নরসিংদী জেলার বেলাবো থানার মজনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনইউ

গাজীপুর নিহত যুবক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর