Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ২৩:৫৬ | আপডেট: ২৫ জুন ২০২৪ ০৯:০২

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের ফলে তৃতীয় কিস্তি বাবদ প্রায় ১ দশমিক ১১৫ বিলিয়ন বা ১১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাবে বাংলাদেশ।

সোমবার (২৪ জুন) বাংলাদেশ স্থানীয় সময় রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় তৃতীয় কিস্তির ১১১ কোটি ৫০ লাখ কোটি ডলার ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজবাউল হক বলেন, আইএমএফের পক্ষ থেকে দাফতরিকভাবে আমাদের ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইএমএফের ৪ দশমিক ৭০ বিলিয়ন (৪৭০ কোটি) ডলার ঋণের তৃতীয় কিস্তি হিসাবে ১ দশমিক ১১৫ বিলিয়ন (১১১ কোটি ৫০ লাখ) ডলার ঋণ অনুমোদন দিয়েছে। এ অর্থ দুই কর্মদিবসের মধ্যে আমাদের রিজার্ভে যোগ হবে এবং বৈদেশিক মুদ্রার মজুত বেড়ে যাবে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২৪ জুন) দিনশেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। তবে বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী ৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার বাদ দিলে এর পরিমাণ দাঁড়ায় ১৯ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে। সেখান থেকে বিভিন্ন চলতি দায় বাদ দিলে দেশের ব্যয়যোগ্য রিজার্ভ হিসাবে আইএমএফের বেঁধে দেওয়া লক্ষ্য ১৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার পূরণে সহায়ক হবে।

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থছাড়ের বিষয়ে সংস্থাটির জুড়ে দেওয়া বিভিন্ন শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি যাচাই করতে একটি বিশেষ মিশন গত ২৪ এপ্রিল ঢাকায় আসে। মিশনের সদস্যরা ৮ মে পর্যন্ত অবস্থান করে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। শর্ত বাস্তবায়নের অগ্রগতি থাকায় তারা ঋণের তৃতীয় কিস্তির অর্থছাড়ের বিষয়ে সুপারিশ করেন। এরই ধারাবাহিকতায় তৃতীয় কিস্তির ১ দশমিক ১১৫ বিলিয়ন ডলার ছাড়ে অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর
বিজ্ঞাপন

আরো