Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৫ সাব রেজিস্ট্রারকে বদলির আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ২৩:১২

ঢাকা: নিবন্ধন অধিদফতরের ৩৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলির জন্য আদেশ জারি করা হয়েছে।

সোমবার (২৪ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরীর সই করা অফিস আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে ৩৫ জন সাব রেজিস্ট্রারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো।

এতে আরও বলা হয়, এসব সাব রেজিস্ট্রারকে আগামী ১ জুলাই তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক বদলিকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

বদলি সাব রেজিস্ট্রার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর