Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ আসামির ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহানের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ১৬:৪৬ | আপডেট: ২৪ জুন ২০২৪ ১৭:৪৫

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন।

সোমবার (২৪ জুন) সকালের দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী

তিনি জানান, বুকে ব্যথা নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন জল্লাদ শাহজাহান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

মরদেহ মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/একে