মহানন্দা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ১৫:৩০ | আপডেট: ২৪ জুন ২০২৪ ১৫:৩২
২৪ জুন ২০২৪ ১৫:৩০ | আপডেট: ২৪ জুন ২০২৪ ১৫:৩২
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে মোবাশ্বির আলী ওরফে রাব্বিল নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) সকালে নদীর রাবার ড্যাম এলাকার বারঘোরিয়া প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোবাশ্বির শিবগঞ্জ উপজেলার বলিহারপুরের মোজাফ্ফর আলীর ছেলে।
মোবাশ্বিরের পরিবার পুলিশকে জানায়, রোববার বেলা ১১টার দিকে সবার অগোচরে বাড়ি সামনে মহানন্দা নদীতে নামলে মোবাশ্বির স্রোতের তোড়ে ভেসে যায়।
সদর মডেল থানার ওসি মেহেদি হাসান জানান, রাবার ড্যামের বারঘোরিয়া প্রান্তে এক শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মোবাশ্বিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এনইউ