Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ২০:১৯ | আপডেট: ২৩ জুন ২০২৪ ২৩:১৮

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

রোববার (২৩ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রিপুরার হর্টিকালচাররের সহকারী পরিচালক ড. দীপক কুমার বৈদ্য আনারসগুলো আখাউড়া-আগরতলা সীমান্তের চেকপোস্টে নিয়ে আসেন। তিনি ভারতীয় সহকারী হাই কমিশনের চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা দীপক হাসিজার কাছে সেগুলো হস্তান্তর করেন।

এ সময় দীপক কুমার বৈদ্য বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে হৃদয়ের মেলবন্ধন ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

আখাউড়া সীমান্তের চেকপোস্টে এ সময় আরও উপস্থিত ছিলেন ৪২ বিএসএফ ইনচার্জ সন্তোষ কুমার, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল কাইয়ুম তালুকদার এবং আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।

১০০টি প্যাকেটে মোট ৫০০ কেজি কিউভেরাইটি জাতের আনারস সরাসরি ঢাকায় প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতবছরও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৯৮০ কেজি আনারস পাঠিয়েছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

আনারস উপহার টপ নিউজ ত্রিপুরা প্রধানমন্ত্রী মুখমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর