বিশ্বকাপে ৫০ উইকেটে সাকিবের ইতিহাস
২২ জুন ২০২৪ ২০:৪৮ | আপডেট: ২২ জুন ২০২৪ ২৩:১৯
ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। বল হাতে চতুর্থ ওভারের মাথায় আঘাত এনেছেন সাকিব আল হাসান। রোহিত শর্মাকে ফিরিয়ে অনন্য এক রেকর্ডও করলেন তিনি। টি-২০ বিশ্বকাপে এটি সাকিবের ৫০তম উইকেট। প্রথম বোলার হিসেবে টি-২০ বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব।
২০০৭ সালের উদ্বোধনী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর সবগুলো আসরে অংশ নিয়ে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। আগের সব আসর মিলিয়ে ৪৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। এবারের বিশ্বকাপে তাই লক্ষ্য ছিল প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট ছোঁয়া।
এবারের বিশ্বকাপে অবশ্য বল হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। নেপালের বিপক্ষে ২ উইকেট ছাড়া আর কোন ম্যাচেই উইকেট পাননি তিনি। আগের ম্যাচে অজিদের বিপক্ষে বোলিংও করেননি তিনি। ভারতের বিপক্ষে অবশ্য দ্বিতীয় ওভারেই তাকে বোলিংয়ে আনেন শান্ত।
বোলিংয়ে এসে প্রথম ওভারে সাফল্য না পেলেও দ্বিতীয় ওভারে রোহিতকে ফিরিয়েছেন সাকিব। আর এতেই প্রথম বোলার হিসেবে টি-২০ বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব।
সারাবাংলা/এফএম