Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের যানজট পরিস্থিতি এখন স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১৬:৩৩

সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতি পথে যানবাহনের চাপে সৃষ্ট বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঢাকাগামী লেনের যানজট কেটে গেছে। এরপর স্বাভাবিক হয়েছে সেতু পশ্চিমের মহাসড়ক ও টোল প্লাজা এলাকার যান চলাচল।

শনিবার (২২ জুন) দুপুর প্রায় ১টার দিকে যানজট কেটে গিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল থেকেই এই যানজটের শুরু হয়। যা সেতু পশ্চিম থেকে শুরু হয়ে ইকোনমিক জোনের গেট পর্যন্ত পৌঁছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঢাকামুখী গাড়ির চাপ পড়েছিল সেতু পশ্চিম টোল প্লাজায়। এছাড়াও বৃষ্টি ও বৃষ্টির কারণে সেতুর ওপরে একাধিক গাড়ি নষ্ট হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছিল। তবে দুপুর পৌনে ১টার দিক থেকে যানচলাচল স্বাভাবিক হয়ে গেছে।’

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।’

সারাবাংলা/একে

ঈদযাত্রা গাড়ির চাপ ঢাকামুখী যানবাহন বঙ্গবন্ধু সেতু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর