Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘায় আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩০, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১৪:২০ | আপডেট: ২২ জুন ২০২৪ ১৬:৫৩

রাজশাহী: রাজশাহী বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। উভয়পক্ষ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাঘা উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এর আগে এখানে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেয়।

স্থানীয়রা জানায়, বাঘা পৌরসভার দুর্নীতি ও পৌরসভার মেয়র আক্কাছ আলীর সীমাহীন দুর্নীতি-স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ডাকে আওয়ামী লীগের একটি পক্ষ। অপরপক্ষ সাব রেজিস্ট্রি অফিসের কতিপয় ব্যক্তি দলিল লেখক সমিতির নামে ক্রেতার কাছে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। এতেই এই সংঘর্ষ বাঁধে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে দুই পক্ষ উপজেলার সামনে আসলে সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

তিনি আরও বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনইউ

২ গ্রুপ আ.লীগ আহত উপজেলা ককটেল বাঘা সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর