Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১০:৫৩

খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার শনিবার (২২ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। শরীরে ইলেক্ট্রলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়। পরে রাত সাড়ে ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়।

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। ওই সময় চিকিৎসকেরা খালেদা জিয়াকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন। এর আগের মাসেও ২ এপ্রিল রাত ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ডায়াবেটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি সমস্যা ও আর্থাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সারাবাংলা/এজেড/ইআ

খালেদা জিয়া টপ নিউজ হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর