Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পৌনে ৮ লাখ শিশু: ইউনিসেফ

সারাবাংলা ডেস্ক
২১ জুন ২০২৪ ১৬:৩৬ | আপডেট: ২১ জুন ২০২৪ ২১:৪০

সিলেট অঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় পৌনে ৮ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: ইউনিসেফ

বাংলাদেশের সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, আকস্মিক এই বন্যায় ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাত লাখ ৭২ হাজারের বেশি শিশু। তাদের জরুরি সহায়তার প্রয়োজন।

শুক্রবার (২১ জুন) গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। বিবৃতিতে তিনি বলেন, বন্যার পানি বাড়লে শিশুরাই সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ে। ডুবে মারা যাওয়া, অপুষ্টি ও মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া, বাস্তুচ্যুতির আতঙ্ক এবং জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে পড়ে শিশুরা।

বিজ্ঞাপন

শিশুদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে শেলডন জানান, সরকার ও মাঠপর্যায়ের অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গত পাঁচ দিনে প্রায় এক লাখ বন্যা কবলিত মানুষের কাছে নিরাপদ পানি বিতরণ করেছে ইউনিসেফ। একই সময়ে তিন হাজারের বেশি ১০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানির পাত্র বিতরণ করা হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে তা বিভিন্ন গুদাম থেকে জরুরিভিত্তিতে অতিরিক্ত জরুরি সরঞ্জাম আনতে হয়েছে সংস্থাটিকে।

শেলডন বলেন, ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ঈদের ছুটিতে স্কুল বন্ধ ছিল। সিলেট বিভাগে ৮১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। তাছাড়া ৫০০টি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এ ছাড়াও প্রায় ১৪০টি কমিউনিটি ক্লিনিক বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কঠিন এই সময়ে সম্ভাব্য সহিংসতা নিরসনে এবং ট্রমা বা আতঙ্ক কাটিয়ে উঠতে শিশুদের সহযোগিতা করতে শিশু সুরক্ষা সমাজকর্মীরা পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

বিজ্ঞাপন

অতি ভারী বর্ষণ ও উজানের ঢলে গত মাসের শেষ সপ্তাহে আকস্মিক বন্যা কবলিত হয়ে পড়ে সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল। সপ্তাহখানেকের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়। তবে জুনের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে ফের অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে উজানের ঢল নামলে ফের বন্যায় আক্রান্ত হয় এলাকাটি। এবারে সিলেটে ঈদুল আজহাও কেটেছে পানিতে নিমজ্জিত অবস্থায়।

সবশেষ তথ্য বলছে, আজ শুক্রবারও (২১ জুন) সুরমা ও কুশিয়ারা নদীর সবগুলো পয়েন্টেই পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট জেলা প্রশাসনের তথ্য বলছে, ১০ লাখের বেশি মানুষ এখন বন্যায় আক্রান্ত। এর মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন ২৫ হাজার ২৭৫ জন।

সারাবাংলা/টিআর

ইউনিসেফ টপ নিউজ বন্যা বন্যায় ক্ষতিগ্রস্ত শিশু সিলেট সিলেটে বন্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর