শার্শায় ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
১৯ জুন ২০২৪ ২২:১২ | আপডেট: ২০ জুন ২০২৪ ০৩:১২
বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকেল ৪টার দিকে শার্শার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আকিনুল হাসান (১৩) হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং মোসাম্মাৎ মারিয়া (৭) একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া ওই গ্রামের জনৈক আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এ সময় রাস্তার পাশে ঝোঁপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করার একপর্যায়ে বিস্ফোরণ ঘটলে তারা মারাত্নক আহত হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর