Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার এইটের তিন ম্যাচের দায়িত্বে বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৪ ০৮:১৬ | আপডেট: ১৯ জুন ২০২৪ ০৮:২৯

সুপার এইটেও আছেন সৈকত

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছিলেন তিনি। গ্রুপ পর্বের পর এবার সুপার এইটের ম্যাচেও দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদৌল্লা সৈকত। বিশ্বকাপের সুপার এইটের তিন ম্যাচে দায়িত্ব পালন করবেন সৈকত।

২০ জুন ভোর ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন নিতিন মেনন ও আহসান রাজা।

বিজ্ঞাপন

২১ জুন রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। এই ম্যাচে তার সঙ্গী ক্রিস ব্রাউন।

২৪ জুন ভোর ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন রড টাকার ও অ্যালেক্স হোয়ার্ফ।

সারাবাংলা/এফএম

আম্পায়ার টি-২০ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর