Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ছে নদ-নদীর পানি, সিলেটে বন্যার আশঙ্কা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৪ ১৪:৪৯ | আপডেট: ১৭ জুন ২০২৪ ২১:৪৫

ঢাকা: রোববার (১৬ জুন) রাত থেকে টানা বৃষ্টিতে ডুবে গেছে সিলেটের অনেক এলাকা। বাসা-বাড়িতে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। কোথাও কোমড় সমান, কোথাও হাঁটু সমান পানি দেখা গেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্রের পূর্বাভাস বলছে, ভারী বর্ষণের কারণে সিলেটের অন্তত ছয়টি নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে ওই এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিতে পারে।

সোমবার (১৭ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি বলছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তথ্য অনুযায়ী, আগামী ২৪ হতে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং আগামী ৪৮ হতে ৭২ ঘণ্টায় উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা, ঝালুখালি নদীগুলোর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আগামী ১০ দিনের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর সমতল আগামী ১০ দিন অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলতি মাসের শেষ সপ্তাহে বিপদসীমা অতিক্রম করতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী ১০ দিন স্থিতিশীলভাবে বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ১০ দিনের মধ্যে গঙ্গা-পদ্মা অববাহিকায় পানি সমতল বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। ঢাকার চারপাশের নদীসমূহের পানি সমতল আগামী ১০ দিন স্থিতিশীলভাবে বৃদ্ধি পেতে পারে। পারে। তবে আগামী ১০ দিনের মধ্যে ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকায় বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ নদ-নদীর নাব্য বৃদ্ধি সিলেটে বন্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর