Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৪ ১১:৫২ | আপডেট: ১৭ জুন ২০২৪ ১৫:০৪

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (জুন ১৭) সকাল সাড়ে ৯টার পর গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। গণভবনে অতিথিদের সেমাই, মিষ্টি, মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

সারাবাংলা/এনআর/ইআ

ঈদ শুভেচ্ছা বিনিময় গণভবন টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর