Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের শুভেচ্ছা বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৪ ১০:৪৯

দিনাজপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ।

সোমবার (১৭ জুন) সকাল ৯টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিনিময় করেন তারা।

বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ১৫১-বিএসএফের চেকপোস্ট গেইটে দায়িত্বরত এসআই শ্রী বিনোদ কুমারের হাতে মিষ্টি তুলে দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও বিজিবিকে মিষ্টি উপহার দেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন জানান, উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

সারাবাংলা/ইআ

ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফ হিলি সীমান্ত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর