Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় শেষ মুহূর্তে জমজমাট কোরবানির হাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৪ ১৮:৩৬ | আপডেট: ১৬ জুন ২০২৪ ২১:৩৬

খুলনার পশুর হাটে শেষ দিনে বেচাকেনা ছিল জমজমাট। ছবি: সারাবাংলা

খুলনা: রাত পোহালেই ঈদুল আজহা। এর আগে শেষ মুহূর্তে খুলনার হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। ক্র‌েতা সমাগমে পুরো হাট এলাকা সরব হয়ে উঠেছে।

রোববার (১৬ জুন) সকাল থেকে সরেজমিনে বিভিন্ন হাটে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের ভিড় বেড়েছে। হাটে বিভিন্ন জাতের দেশীয় ছোট, মাঝারি ও বড় গরুর আমদানিও ব্যাপক।

হাট ঘুরে দেখা গেল, বড় গরুর ক্রেতা তুলনামূলকভাবে কম। সবচেয়ে বেশি ক্রেতা ছোট আকৃতির গরুর। তারা সময় নিয়ে সাধ্যের মধ্যে কোরবানির গরু-ছাগল দেখছেন। অধিকাংশ ক্রেতাই স্থানীয়ভাবে খামারে লালন-পালন করা দেশি গরুই পছন্দ করছেন। অনেকে দরদাম ছাড়াই অল্প সময়ের মধ্যে পশু কিনেও নিচ্ছেন।

ক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এ বছর পশুর দাম বেশি। ছবি: সারাবাংলা

খুলনার রূপসা উপজেলার আলাইপুর হাটে গরু কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, ‘মাঝারি আকারের গরু খুঁজছি। এখন আমার সামর্থ্য অনুযায়ী গরু পাচ্ছি না। যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমার বাজেটের বাইরে। নিজের সাধ্যমতো গরু কেনার চেষ্টায় আছি। গত বছরের তুলনায় এবার গরুর দাম একটু বেশি মনে হচ্ছে।’

একই হাটের গরু বিক্রেতা আকবর আলী বলেন, ‘আমার এই গরুটাকে অনেক যত্ন করে বড় করেছি। এক লাখ ৭০ হাজার টাকা দাম উঠেছে। আশা করি এর থেকে ভালো দামে বিক্রি করতে পারব।’

খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, ‘জেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে এক লাখ ৩৪ হাজার ৪৪৩টি। এর বিপরীতে প্রস্তুত পশু আছে এক লাখ ৫৬ হাজার ২৭৮টি। সে হিসাবে এ বছর জেলায় চাহিদার বিপরীতে ২১ হাজার ৮৩৫টি গবাদি পশু উদ্বৃত্ত আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ঈদুল আজহা কোরবানির পশু খুলনা পশুর হাট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর