Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ জুন ২০২৪ ২১:১৫

নোয়াখালী: জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় মাইজদী শহরের হাউজিং বালুর মাঠের অস্থায়ী পশুরহাটে এই ঘটনা ঘটে।

নিহত মো.হাসান ওরফে রকি (২৮) উপজেলার ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের কালিয়া বাড়ির নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাউজিং বালুর মাঠে অস্থায়ী পশুরহাটে ডেকোরেটরের কাজ চলছিল। এক পর্যায়ে সেখানে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

বিদ্যুস্পৃষ্ট মৃত্যু যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর