Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুন্ধরা আবাসিকে এসি বিস্ফোরণে নিহত বেড়ে ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ১৬:৪৪ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৬:৪৫

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় আব্দুল মান্নান (৬০) নামে আরো একজন মারা গেছেন। এই ঘটনায় এ নিয়ে এখনপর্যন্ত তিনজন মারা গেলো। এই এসি বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছিলেন।

শনিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মান্নান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, বার্ন ইনস্টিটিউটের সার্জন ডা. আহমেদুর রহমান সবুজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মান্নানের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এর আগে গত ১২ জুন ভোরে ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আয়ান (৩) ও ১৩ জুন বিকালে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় ফুতু আক্তার (১৮)। বর্তমানে আয়ানের মা রকসি আক্তার (২০) ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন, তার অবস্থাও আশংকাজনক।‘

এর আগে, গত সোমবার (১০জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

রকসি আক্তারের দেবর আহমেদ মোস্তফা জানান, তাদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। আয়ানের বাবা সিরাজুল মোস্তফা দুবাই প্রবাসী। আয়ানের মা রকসির ব্রেইন টিউমার হয়েছিল। কয়েক মাস আগে এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছিল। এজন্য চলতি মাসের ১ তারিখে তারা সপরিবারে গ্রাম থেকে ঢাকায় আসেন। এরপর এভারকেয়ার হাসপাতালের পাশের ওই ভবনের নিচ তলায় একটি বাসায় ভাড়ায় উঠেন। সেখান থেকে মূলত নিয়মিত এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করতেন।

তিনি আরো জানান, সন্ধ্যায় বাসায় বিকট শব্দে একটি এসির বিস্ফোরণ ঘটে। এতে রুমের মধ্যে থাকা শিশুসহ পরিবারে ৪ জন দগ্ধ হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

এসি বিস্ফোরণ টপ নিউজ নিহত বসুন্ধরা আবাসিক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর