কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
১৫ জুন ২০২৪ ১১:২৪ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৪:৫০
কুমিল্ল : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার সুয়াগাজী এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় চট্টগ্রামগামী লিচুবাহী একটি ট্রাক পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
ওসি বলেন, এ সময় ট্রাকে থাকা দুই ব্যাক্তি ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত দুইজন ট্রাকচালক ও চালকের সহযোগী হতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সারাবাংলা/ইআ