সুপার এইটে খেলার ব্যাপারে আশাবাদী সাকিব
১৪ জুন ২০২৪ ০৮:২৬ | আপডেট: ১৪ জুন ২০২৪ ১৩:১২
সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা প্রয়োজন ছিল বাংলাদেশের। সাকিব আল হাসানের ফর্মে ফেরার ম্যাচে ডাচদের ২৫ রানে হারিয়ে সেই কাজটা দারুণভাবেই সেরেছেন বাংলাদেশ। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই তাই সুপার এইটে পৌঁছে যাবে বাংলাদেশ। ম্যাচ সেরা সাকিব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নেপালকে হারিয়ে পরের রাউন্ডে খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। ডাচদের বিপক্ষেও শুরুটা ভালো হয়নি তাদের। তবে সাকিব-রিয়াদের দারুণ ব্যাটিং ও রিশাদ-মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ২৫ রানের জয় নিয়েই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সুপার এইটে যাওয়ার জন্য নিজেদের ভাগ্যটা এখন নিজেদের হাতেই আছে তাদের। নেপালকে হারালেই গ্রুপ পর্বের বাধা পার করবেন শান্তরা।
সাকিব বলছেন, ডাচদের বিপক্ষে করা পারফরম্যান্স নেপালের বিপক্ষেও ধরে রাখতে চান তিনি, ‘আমরা যে অবস্থানে আছে সেখানে সবাই আত্মবিশ্বাসী। এটা না হওয়ার কোন কারণ নেই। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। দল হিসেবে আমরা দারুণ খেলেছি। এটা নেপালের বিপক্ষেও ধরে রাখতে চাই।’
কিংসটনে গত ১০ বছর হয়নি কোন ম্যাচ। উইকেট নিয়ে তাই কিছুটা শঙ্কা ছিল। সাকিব জানালেন, পিচ ভালো আচরণই করেছে, ‘সব মিলিয়ে পিচ ভালোই ছিল। ব্যাটার, বোলার দুই পক্ষের জন্যই অনেক কিছু ছিল পিচে। ভালো বল করলে আপনি উইকেট পাবেন, ধৈর্য রাখলে রানও পাবেন। সেট হয়ে গেলে রান তোলা সহজ ছিল। টি-২০ ক্রিকেটের জন্য আসলেই ভালো পিচ ছিল এটি।’
সারাবাংলা/এফএম